সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের সাবেক পিপি অ্যাডভোকেট মমতাজ আহমেদ’কে আহবায়ক ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে সদস্য সচিব করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি শাখা গঠন করা হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আইনজীবী এড. ইউসুফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব ও ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) এর মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস এ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-অ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১, অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, অ্যাডভোকেট আববাস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মোঃ বদিউল আলম সিকদার, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাসেম, অ্যাডভোকেট আয়াছুর রহমান, অ্যাডভোকেট মোঃ সোলতানুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রউফ, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট হোসেন রাফাত ফিরোজ ও অ্যাডভোকেট এরশাদ উল্লাহ সিকদার।
পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মমতাজ আহমদ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দীর্ঘ প্রায় ১১ বছর পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন । কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ২ বারের সাবেক সভাপতি এবং ২ বারের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
অপরদিকে, সদস্য সচিব অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ সাবেক পিপি অ্যাডভোকেট (অধ্যাপক) নুর আহমদ এর জ্যেষ্ঠ সন্তান। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক সহ সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ কক্সবাজার পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, মানবাধিকার ও কল্যানকর সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।