বিনোদন প্রতিবেদক
মুসলমাসদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর বাংলাদেশে উদযাপিত হচ্ছে আজ মঙ্গলবার (৩ মে)। ঈদের আনন্দটা নিজের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে লাখ লাখ মানুষ শহুর ছেড়ে এখন গ্রামে।
একটু আলাদাভাবে হলেও এই ঈদযাত্রায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে না, স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরীমণি এখন কক্সবাজারে।
তারকাদের ঈদ নিয়ে বরাবরই ভক্ত-অনুরাগীদের আগ্রহ। আবার সেই তারকা যদি হন চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা, তাহলে আগ্রহের সেই পারদ একটু ওপরের দিকেই থাকে।
এবার একটু অন্যরকম ঈদ উদযাপন করবেন এই অভিনেত্রী। কারণ শিগগিরই মা হচ্ছেন তিনি।
সোমবার (২ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে কক্সবাজার আসেন পরীমণি।
এদিকে পরীমণি আজ ঈদের দিন সকালে নিজের ফেইসবুক পেইজে বেশ কিছু ছবি শেয়ার করেন। বেশ প্রাণবন্ত সময় পার করার মুহুর্তই ফুটে উঠে ছবি গুলোতে। তারা রয়েছেন কক্সবাজারের হিমছড়ির পেচারদ্বীপের একটি ইকো রিসোর্টে।
তারা কক্সবাজারে সাত দিন থাকার কথা রয়েছে।
গত বছরের অক্টোবরে বিয়ে করেন রাজ-পরীমণি। দম্পতি হিসেবে এটিই তাদের প্রথম ঈদ। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরীমণি ও রাজের প্রেম ও বিয়ে হয়। বর্তমানে রাজ-পরী অনাগত সন্তানের অপেক্ষায়।