নিজস্ব প্রতিবেদক
অনেকটা অ্যাকশন সিনেমার দৃশ্যের মতো। তবে এটি কোন সিনেমার দৃশ্য ছিলো না। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের উত্তরপাশের সড়কে সংঘবদ্ধভাবে পিটিয়ে জখম করা হয় কামরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে। পরে দৌড়ে গিয়ে সদর হাসপাতালে ঢুকে প্রাণে রক্ষা পান তিনি।
কামরুল ইসলাম চৌধুরী কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা। তিনি সৌদি প্রবাসী।
তিনি জানান, মোটরসাইকেল ওভারটেক করাকে কেন্দ্র করে শহিদুল নামে এক যুবক তার কলার ধরে ঘুষি দেয়। এসময় বাকবিতণ্ডা হলে শহিদুল নামে ওই যুবক মোহাজেরপাড়ার তার গ্রুপের লোকজনকে খবর দেয়। পরে বিপু আরাফাতের নেতৃত্বে ৭/৮ জন যুবক এসে তাকে প্রকাশ্যে পেটাতে থাকে। রাস্তা ব্লক করে প্রায় ২০ মিনিট মারধর করে তাকে। এসময় তার কাছ থেকে স্বর্ণের চেইন, মোবাইল ছিনিয়ে নেয় তারা।
কামরুল ইসলাম চৌধুরী জানান, হামলাকারীরা সবাই শহরের মোহাজেরপাড়ার বাসিন্দা। তারা প্রায় সময় ত্রাস সৃষ্টি করে। এই ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।
এদিকে সদর মডেল থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি জানার পরপরই তারা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।
স্থানীয়রা জানান, হাসপাতাল সড়কসহ আশপাশের এলাকায় বিপু, শহিদুল সহ একটি সিন্ডিকেট প্রভাব বিস্তার করে। টুনকো বিষয় নিয়েও নিরীহ লোকজনকে মারধর করে তারা।