আফিফা উলফা:
সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এ প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ থেকে ২২ ডিসেস্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ স্বাস্থ্য সেবা।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন স্বাস্থ্য সেবা খাত উন্নয়নের জন্যে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টচারয্য, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ফরিদ হোসন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বক্তব্য রাখেন।
সপ্তাহব্যাপী পরিবার পরিকল্পনা সেবায় মা ও শিশুদের স্বাস্থ্যেসবাসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মধ্যে পরিবার পরিকল্পনা সেবা,স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবাসহ সর্বোপরি পরিবার কল্যাণ বিষয়ক সকল বিষয় তুলে ধরা হবে।