টিটিএন ডেস্ক:
❝ ঋতুর খাঞ্চা ভরিয়া এল কি ধরণির সওগাত?
নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হল মাত ❞
-স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আগামীকাল ২৬ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে নবান্ন উৎসব-১৪২৯।
অনুষ্ঠানে গান, আবৃত্তি, কথামালা ও বাহারি পিঠার সমাহার থাকবে। সাংস্কৃতিক আয়োজন গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সৃজন সঙ্গীত ভুবন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, আনন্দময় খেলাঘর আসর, সৈকত খেলাঘর আসর ও সাগরিকা খেলাঘর আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। নবান্ন উৎসবের নানা পর্বের আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।