জেসমিন আকতার জেসিয়া :
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কক্সবাজারের বিভিন্ন সরকারি সেবা পাওয়া যাচ্ছে একজায়গায়। এরই সুযোগ করে দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায়। মেলায় বিভিন্ন সেবা এবং শিক্ষার্থীরা নিয়ে এসেছেন বিভিন্ন প্রজেক্ট।
মেলা দেখতে আসা এক শিক্ষক জানান, এমন আয়োজন সকলকে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে উদ্বুদ্ধ হবে।
জেলা প্রশাসক মামুনুর রশীদ বলছেন সরকারের ডিজিটাল সেবা গুলো মানুষের মাঝে পৌঁছে দিতেই এমন আয়োজন।
উদ্বোধন উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয় শুক্রবার সকালে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ অনেকে।
শনিবার বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে মেলা।