মুরাদ মাহমুদ চৌধুরী :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ভোরে শহরের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন এবং সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের সূর্য উদয়পর দুদিন আগে নির্মম ও নিষ্টুরতার সাথে বাঙ্গালী জাতিস্বত্বাকে নিশ্চিহ্ন করে দিতে পাক হানাদার বাহিনী নৃসংস হত্যাকান্ড চালায়। অন্যদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শপথ নেয়ার কথা বলেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
দিবসের দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে কবিতাপাঠ, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক পরিবেশনা।