Wednesday, April 24, 2024

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহেল রানা নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছে। তার পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারী। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে শহরের হোটেল মোটেল জোনের কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়কে একা টহলে ছিলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা। এসময় সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিন যুবককে সন্দেহ হলে সোহেল রানা তাদের কাছে পরিচয় জানতে চান। তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হলে তিনি ওই তিন যুবকের শরীর তল্লাশি করেন। এসময় তাদের একজন পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সেখান থেকে দুইজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন গুরুতর আহত সোহেল রানা।পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সোহেল রানা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মুন্নাসহ তিনজনকে রাতেই আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ছুরিকাঘাত করা ছিনতাইকারীর নাম মিসবাউল হক মুন্না। তার বাড়ি টেকপাড়া এলাকায়।

২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের পারভেজ নামে এক কনস্টেবল নিহত হয়েছিলেন।

পর্যটন নগরী কক্সবাজারে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি এখন ছিনতাইকারীদের হাতে নিরাপদ নয় পুলিশও।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page