প্রেস বিজ্ঞপ্তি:
মহান মে দিবস উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ। রবিবার সকাল ১১ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে আয়োজিত ওই সমাবেশে গান ও কবিতা পরিবেশন করে উদীচীর শিল্পীরা।
কক্সবাজার জেলা উদীচীর সভাপতি কল্যান পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোটন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মে দিবসে ৮ ঘন্টা কাজের দাবি ছিল প্রকাশ্যে কিন্তু এর অন্তরালে ছিল শোষণমুক্তির আকাঙ্ক্ষা। এক মানবিক কর্মপরিবেশের সার্বজনীন অধিকারের অনুরণন তোলার লক্ষ্যে মে দিবস যে ইতিহাস সৃষ্টি করেছিল তা আজ বাংলাদেশসহ সারাবিশ্বের শ্রমিকরা অর্জন করতে পারেনি। বরং তারা মালিকের হাতের পুতুল হয়ে ‘যেমনে নাচায় তেমনে নাচে।’ বেঁচে থাকার মতো মজুরি বা বকেয়া মজুরি আদায়ে শ্রমজীবী মানুষকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। শ্রমজীবী মানুষের শ্রমের ফলেই উৎপাদন বাড়ছে, রপ্তানি আয় বাড়ছে। জিডিপি বাড়ছে কিন্তু শ্রমিক ন্যায়সঙ্গত মজুরি পাচ্ছে না।
এসময় কথা গান ও কবিতায় শ্রমীকের মুক্তির শপথ উচ্চারিত হয়।
সমাবেশে জেলা উদীচী নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও খেলাঘর নেতৃবৃন্দ।