টিটিএন রিপোর্ট:
ছোট্ট এই শিশু তার পিতা হত্যার বিচার চাইতে এসেছে,
তার মতো টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের হাতে নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা ওসি প্রদীপের ফাঁসির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কক্সবাজার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা বলেন, ওসি প্রদীপের নানা অপকর্মের সংবাদ প্রকাশ করায় তাকে নির্মম নির্যাতন করে যে ৬ টি মিথ্যা মামলা দিয়েছে সেগুলো প্রত্যাহার এবং ওসি প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেছেন।
এসময় মানববন্ধনে নির্যাতিত পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।