তানভীর শিপু:
শহরে ফল ব্যবসায়ী ওসমান হত্যার রহস্য উন্মোচন, প্রধান হোতা ঈমাম হোসেন প্রকাশ মিয়া হোসেনকে আটক করেছে পুলিশ।
ইমাম হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত সেই ছুরি টি শনিবার নিহত ওসমানের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
২০২২ সালের ১৩ অক্টোবর সকালে কক্সবাজার শহরের মোহাজের পাড়া টাংকি পাহাড়ের নীজ বাসায় খুন হয় ফল ব্যবসায়ী মোহাম্মদ ওসমান।
এ ঘটনায় মামলা দায়ের করা হলেও আসামী ছিলো অজ্ঞাত। তবে ঘটনার ১ দিন পর সুন্দর ও ইউছুফ নামের দুজন কে আটক করে এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়। তার ২ মাসেরও বেশী সময় পর এ ঘটনার রহস্য উন্মোচন করে পুলিশ। এবং ঘটনার মূল হোতা ইমাম হোসেনকে শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আটক করে পুলিশ। আটক ইমাম হোসেন হত্যার দায় স্বীকার করে বলেন, ১২ অক্টোবর রাতে ওসমানের সাথে মদ্যপান করে এবং ভোর বেলা ছুরি দিয়ে গলা কেটে ওসমানকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে ওসমান হত্যাকান্ডের মূল হোত আটক হওয়ায় পরিবারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে অন্যান্য আসামীদেরও গ্রেফতারের দাবী জানায়।
তবে কেনো এই হত্যাকান্ড এ বিষয়ে যোগাযোগ করা হলে সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। মামলাটির তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত নাজমুল হুদা।