ঈদগাঁও প্রতিনিধি :
দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজি পাড়া এলাকার মামুনুর রশীদ ও রাবেয়া বছরী দম্পতির সন্তান রুকুনুজ্জামান সাঈদ। সাঈদ ইউনিয়নের মরহুম মাস্টার ছগির আহমেদ ও মাস্টার গোলাম কাদের এর নাতি।রুকুনুজ্জামান সাঈদ
২০১৩ সালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এবং ২০১৫ সালে চট্টগ্রাম কলেজ হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে।তার একমাত্র ভাই আবু আহসান বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পেশাগত জীবনে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া চেয়েছেন সাঈদ।