বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

এবার রাজের সঙ্গে বুবলী!

টিটিএন ডেস্ক:

ঢালিউডের ছবিতে এখন ব্যবসা সফল ছবির নায়কের তালিকায় রয়েছেন শরীফুল রাজ। এবার এই রাজের সঙ্গে রুপালি পর্দায় জুটি বাঁধতে চলেছে ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী।
‘দেওয়ালের দেশ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে এই তারকা জুটি। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি।

ইতিমধ্যেই এ নতুন সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে। তবে এ খবর অনেকটা আড়ালে রাখলেও এ ছবির তথ্য নেটপাড়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সিনেমায় তাদের অনেকটা সাদামাটা হিসেবে দেখা যাবে। ছবিটির মাধ্যমে সমাজের মানুষের সুখ দুঃখের কথা ফুটিয়ে তোলা হবে।

নতুন এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে ছবির নায়ক শরীফুল রাজ বলেন, সিনেমাটির অনেক দৃশ্যই রাতের। তাই রাতে শুটিং করে দিনের বেলা ঘুমিয়ে থাকেন তারা।

রাজ আরও বলেন, সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলবে সিনেমার চরিত্রগুলো।

এদিকে রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, রাজের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

ছবির শুটিংয়ের দৃশ্য ভাইরাল হওয়া প্রসঙ্গে পরিচালক মিশুক মনির জানান, শুটিং সেট থেকে কেউ একজন ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

তরুণ এ নির্মাতা জানান, ছবির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ইচ্ছা ছিল সব কাজ শেষ করে এ সিনেমার অফিশিয়াল লুক প্রকাশ করার।

সর্বশেষ খবর

নিজর এক্কান জাগা অদ্দে ঘর পাইয়ি

    শিপ্ত বড়ুয়া, রামু(কক্সবাজার): কামাল হোসেন (৭০)। উপজেলার রশিদ নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ছিলেন। দীর্ঘদিন ধরে এঘর থেকে ওঘর ঘুরতে ঘুরতে অবশেষে ঠাঁই হয়েছে নিজের...

সদর উপজেলায় ২১৫ ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

মুরাদ মাহমুদ চৌধুরী : দেশে একজনও ভূমিহীন থাকবে না। নিজের ঘরেই শান্তিতে ঘুমাবে দেশের জনগন। এমনই উদ্যেশ্যে গৃহহীনদের ঘর দেয়ার কার্যক্রম শুরু করে সরকার। এ...

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...