টিটিএন ডেস্ক :
উন্মাদনা প্রায় শেষদিকে, ব্রাজিল সমর্থকদের শেষ ভরসা ফ্রান্স উন্মাদার ফুটবল বিশ্বকাপ, আর মাত্র একটি ম্যাচে নির্ধারিত হবে বিশ্বসেরা। বিশ্বকাপের সোনালী ট্রফিটা কারা পাবে? দিয়েগো ম্যারাডোনার ৩৬ বছর পর মেসির হাতে উঠবে? নাকি নিজেদের ঘরেই রেখে দেবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
মেসির হাতেই ট্রফি দেখছেন আর্জেন্টিনা সর্মথকরা। আর বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও রাজশাহীতে সমর্থকদের উন্মাদনা এতোটুকু কমেনি। তাদের শেষ ভরসা ফ্রান্স।
শিশু থেকে বৃদ্ধ রাজশাহীর পাড়া মহল্লার চায়ের স্টলগুলোতে জমিয়ে রেখেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। সকাল-বিকাল কিংবা রাতে চায়ের স্টলে কাপ চামচের টুং টাং শব্দের সাথে যোগ হয়েছে ফুটবল বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক আলোচনা।
এই আলোচনায় শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও তাদের মত প্রকাশে পিছিয়ে নেই। কথার মারপ্যাঁচে ফেলে একে অপরকে ঘায়েল করতে পটু সমর্থকরা। ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। এরই মধ্যে মেসির হাতে ট্রফি তুলে দিয়েছেন সমর্থকরা।
এদিকে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপের উত্তাপ থেকে দূরে নেই এদেশের সমর্থকরা। কেউ দিচ্ছেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে সমর্থন। অনেকে আবার প্রতি ম্যাচেই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে পাল্টাচ্ছেন দল।
১৮ ডিসেম্বর ফাইনালের অধীর অপেক্ষায় আকাশী-সাদা সমর্থকরা। অপেক্ষা শিরোপা স্বপ্ন পূরণের।