শাহেদ হোছাইন মুবিন:
উদ্বোধন হলো কক্সবাজার সদর হাসপাতালের আধুনিক বহির্বিভাগের। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কক্সবাজার জেলা সদর হাসপাতাল হবে ৫০০ শয্যার,যেখানে যুক্ত হবে হৃদরোগ বিভাগ, ডায়ালাইসিস ইউনিট, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
বৃহস্পতিবার সকালে আধুনিক বহির্বিভাগ ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি
সাইমুম সরওয়ার কমল এমপি, তিনি বলেন,আধুনিক বহির্বিভাগের ফলে কক্সবাজারের মানুষ পাবে উন্নত চিকিৎসা সেবা।
এসময় জেলা প্রশাসক শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে হোটেল লংবীচে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।