নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এডভোকেট অরূপ বড়ুয়া তপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র(১) মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, কক্সবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ এ, কে ফারুক আহম্মদ, সাবেক ছাত্রনেতা ইয়াছির মোঃ শামসুল হুদা, কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম সহ অন্যান্যরা ।
এডভোকেট জিয়া উদ্দিন তমালের সঞ্চালনায় অনুষ্ঠিত পুর্ণমিলনীতে সভাপতিত্ব করেন উত্তরা সৃজনশীল সংসদের সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন।
পরে অনুষ্ঠিত নির্বাচনে আমজাদ হোসেন সভাপতি ও ফায়সাল হুদা সাধারন সম্পাদক নির্বাচিত হয়।