বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প ছেড়ে পালানোর প্রাক্কালে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (৪ এপ্রিল ২০২২) ভোর ৫ টায় থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে উখিয়ার বিভিন্ন জায়গা থেকে এবং উখিয়া থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়৷ তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা
এ বিষয়ে পালংখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তাদের ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানছেন না। ক্যাম্পের নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে তারা বাইরে যাচ্ছেন, এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, রোহিঙ্গাদের অনেকে ক্যাম্পের বাইরে গিয়ে মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। আবার অনেকে সাগরপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য যাত্রা করছেন।
উখিয়ার হলদিয়া পালংয়ের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তাঁরা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে না।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, ক্যাম্পের বাইরে ঘুরাফেরা করার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় অনেকে বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল মহল। তাঁদের প্রত্যাশা জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকুক।