নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে চারটি অবৈধ স মিলে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ।এসময় কাউকে আটক করতে পারেনি।
১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উখিয়ার থাইনখালী বাজার সংলগ্ন ঘোনারপাড়া এলাকায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।এছাড়া বিভিন্ন বিটের দায়িত্বরত কর্মকর্তারা।যে অবৈধ স, মিলগুলো জব্দ করা হয়েছে তার মধ্যে রয়েছে গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিকের মালিকানাধীন ১টি, গজুঘোনা এলাকার বজলের ছেলে নাছির উদ্দিনের ১টি, রহমতের বিলের রসুর ছেলে আক্তারের ১টি ও ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশরের মালিকানাধীন একটি স মিল।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন , দীর্ঘদিন ধরে এসব অবৈধ স,মিলে চোরাই কাঠ চিড়াই হয়ে আসছিল। অভিযানে ৪ টি অবৈধ স’মিল দেড়শ ঘ্ণফুট বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ উদ্দার করা হয়েছে৷ জব্দ স,মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।