উখিয়া প্রতিনিধি:
উখিয়ার পালংখালী থেকে তিন লক্ষ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। রবিবার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গজুঘোনা এলাকার বাসিন্দা মোঃ সোনা আলীর পুত্র আব্দুল মালেক এবং একই এলাকার মোঃ আলমের পুত্র মোঃ ওসমান গণি।
রোববার রাতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন , র্যাব-১৫ এর আওতাধীন হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২টি বস্তাসহ দুইজন কে আটক করলেও তাদের সহযোগী চার জন পালিয়ে যায়।পরে বস্তা ২টি তল্লাশী করে ৩লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক থাকা আসামীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।