নিজস্ব প্রতিবেদক:
মাত্র আট বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যু পথ যাত্রী উখিয়ার সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আলম টুম্পা।
উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ পালং গ্রামের বাসিন্দা আব্দুল আলমের মেয়ে টুম্পার সম্প্রতি ব্রেইন টিউমার ধরা পড়ে। কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টুম্পাকে রাজধানী ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়।
পেশায় কাঠমিস্ত্রী টুম্পার বাবা আব্দুল আলম টিটিএনকে বলেন, ” আমার মেয়ে বর্তমানে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা দ্রুত অপারেশন করাতে বলেছেন।”
এখন পর্যন্ত টুম্পার চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়েছে জানিয়ে কান্নাজড়িত কন্ঠে আলম জানান,
“মেয়ের জন্য অনেক টাকা খরচ করেছি, ডাক্তার জানিয়েছে কমপক্ষে তিন লক্ষ টাকা লাগবে অপারেশন করাতে। যা আমার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব নয়।”
মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানান তিনি।
টুম্পার জন্য মানবিক সহায়তা সংগ্রহে উদ্যোগ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহবুব কাউসার বলেন, “আমরা স্বেচ্ছায় মানবিক দিক বিবেচনায় গুরুতর অসুস্থ টুম্পার পাশের থাকার চেষ্টা করছি। সবাই সহায়তা করলে দ্রুত তাকে অপারেশন করানো যাবে”।
টুম্পার শিক্ষা প্রতিষ্ঠান সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আলম জানান, ” টুম্পা এই স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। সম্প্রতি বিদ্যালয় খোলার পর গুরুতর অসুস্থ হওয়ায় টুম্পা এখনো স্কুলে আসতে পারেনি।”
টুম্পা সুস্থ হয়ে সে যেনো আবারো স্কুলে ফিরতে পারে, সেজন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সহায়তা করার আহ্বান জানান এই শিক্ষক।
টুম্পাকে সহায়তা পাঠাতে : ০১৮৮০৬৯৫৫৪৯-বিকাশ (টুম্পার পিতা) অথবা যোগাযোগ করতে পারেন টিটিএন এর সাথে।