শাহেদ হোছাইন মুবিন:
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ডগুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-৩৭ ও ৩৯ ব্লকের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস শুক্কুর টেকনাফ উপজেলার হোয়্যাইকং ইউনিয়নের লম্বাবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বুধবার (৪ জানুয়ারি ২০২৩) বিষয়টি নিশ্চিত করে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, মঙ্গলবার রাতে ক্যাম্পে অনুপ্রবেশ করে গোলাগুলি করার চেষ্টা করেছিল একদল সন্ত্রাসী। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্কুরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।