শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় মাদককারবারীরা শুধু ইয়াবা ক্রয় বিক্রয়ই করছে না, সাথে নিজেদের প্রভাব ধরে রাখতে ব্যবহার করছে অবৈধ অস্ত্রও। যার কারনে এসব এলাকায় হরহামেশাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিংবা মাদককারবারীদের নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও থাকে সচরাচর।
এবার উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সাইফুল ইসলাম নামক ওই যুবকের কাছ থেকে এসময় দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।
উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সাইফুল পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।