ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থেকে শাহাব উদ্দীন (৪২) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
বুধবার (১১জানুয়ারি) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের রাস্তা পাশের নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়, সকালের দিকে স্থানীয়রা চলাচলের সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, ঈদগাঁও নদী গোমাতলী এলাকা থেকে শাহাব উদ্দীন নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী পূর্ব গোমাতলী চরপাড়া প্রকাশ বর্মায়া পাড়া এলাকার মৃত কালুর ছেলে। তিনি মৃগীরোগী ছিলেন। যার কারণে নদীতে পড়ে মৃত্যু বরন করেন তিনি।
ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।