শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে মোহাম্মদ তারেক নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার খবর পাওয়া গেছে। মোহাম্মদ তারেক ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার ছগির আহমেদের ছেলে বলে জানা যায়। সোমবার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসেরদিঘী ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬ টার দিকে পার্শ্ববর্তী একটি ওয়ার্কসপের কর্মচারী তার প্রতিষ্ঠানে যাওয়ার পথে নিহত তারেকের দোকানের দরজা খোলা দেখতে পান।সামনে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারেক। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়রা আরো জানান, নিহত তারেকের কাছ থেকে দুর্বৃত্তরা মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। পরে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। স্থানীয়রা এই হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে দাবি জানিয়েছেন।
/এসএইচএম /