স্টাফ রিপোর্টার, ঈদগাঁও :
দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো কক্সবাজার জেলার সামাজিক ও মানবিক সংগঠন “সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন”।
“শীতের তীব্রতাতে মানবতাকে জড়িয়ে দেই উষ্ণতার চাদরে” এই শ্লোগান কে সামনে রেখে সামাজিক ও মানবিক এ সংগঠনটির উদ্যোগে ঈদগড়ের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার ২০ ডিসেম্বর ৩য় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়।
প্রতিটা শীতবস্ত্র ঘরে ঘরে গিয়ে বিতরণে অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাচন কমিশনার ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আহ্বায়ক এম.এন আবছার, সংগঠনের প্রতিষ্টাতা এডমিন মুহাম্মদ ইউসুফ, এডমিন বোরহান উদ্দিন রব্বানী, মডারেটর শাহাদাত আলী,মডারেট ওসমান সরওয়ার,মডারেটর ওসমান গনী তাফহিম,মডারেটর বেলাল উদ্দীন চৌধুরী, পরিচালনা পরিষদ সদস্য মাওঃ হাফিজ উল্লাহ,কার্যকারী সদস্য আজিজ খাঁন,নুরুল আজিম, শফি আলম, সদস্য ডাঃ সজল শর্মা, আশেকুর রহমান রনি,মোঃ হানিফ,শফিকুর রহমান,শহিদুল ইসলাম শুভ,ইসমাইল,রিদুয়ান,জিয়াউর রহমান, ইব্রাহিম,নাছির,নুরুল আমিন,তোবারেক,তারেক, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৃজন পরিবারের এডমিন এম.এইচ হামিদ ও মিজানুর রহমান বলেন, শীতের তীব্রতায় দুস্থ, অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই শীতবস্ত্র বিতরণ করা। সৃজন এর হাত ধরে উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্য । ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি।