মোজাম্মেল হক :
কক্সবাজারে ইয়াবা মামলায় ১ কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই রায় ঘোষনা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবি এড. ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালের মার্চ মাসে আটক করা হয় আলী আহমদকে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২ লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান এড. ফরিদ।
আসামী আলী আহমদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। দন্ডপ্রাপ্ত আসামী আলী আহমদকে টেকনাফের উনচিপ্রাং খালের মুখে টহলরত বিজিবি’র একটি দল ৬০ হাজার ইয়াবা সহ আটক করে।