নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ৫ দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন।
রোহিঙ্গাদের বিভিন্ন প্রয়োজন নিয়ে আলোচনা করতেই মূলত এ সফর বলে জানা গেছে এবং বাংলাদের সরকারের পদ্স্থ প্রতিনিধিদের সাথে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করবেন। এরই অংশ হিসেবে ফিলিপ্পো গ্রান্ডি শনিবার কক্সবাজার পৌঁছেছেন। কক্সাবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। জেলা প্রশাসক টিটিএন কে জানিয়েছেন, সৌজন্যে সাক্ষাতে ইউএনএইচসিআর-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে অবহিত করা হয়। রবিবার সকালে উখিয়ার বিশেষায়িত হাসপাতাল,কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পসহ কয়েকটি স্থানে পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। তিনি ২৪ মে ভাসানচর পরিদর্শন করবেন, একইদিন ফিলিপ্পো গ্রান্ডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
সবশেষ ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।