কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ আ’লীগ কুতুবদিয়া উপজেলার আওতাধীন আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১২ মে বৃহস্পতিবার দুপুরে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের মাঠে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
উপজেলা কৃষক লীগের আহবায়ক জাহেদুল ইসলাম কাইছারের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম),জেলা আ’লীগের সদস্য শফিউল আলম কুতুবী, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খাঁন চৌধুরী, হাজী মোঃ তাহের,কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এতে উপজেলা ও আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের কাউন্সিলর ও ডেলিকেটবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে শেষে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি পদে দু’জন প্রার্থী জাহাঙ্গীর আলম সিকদার ও কাইয়ুমুল ইসলাম সিকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে কাইমুল হুদা বাদশা ও মোঃ আবদুল মোতালেব প্রতিদ্বন্দ্বিতা করেন। আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে কাউন্সিলররা সরাসরি ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর সন্ধ্যা ৭ টায় উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাইমুল ইসলাম সিকদার পেয়েছেন ১৫৪ ভোট ও জাহাঙ্গীর সিকদার পেয়েছেন ৬৮ ভোট, কাইমুল ইসলাম সিকদার ৮৬ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কাইমুল হুদা বাদশা পেয়েছেন ১৩০ ভোট, আবদুল মোতালেব পেয়েছেন ৯৫ ভোট, কাইমুল হুদা বাদশা ৩৫ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।