মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

আর একজন রোহিঙ্গাও নয়, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

টিটিএন ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আর একজন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেয়া হবে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
বিমানে ডোমেস্টিক ফ্লাইটে ভাড়া কম নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিমানে লন্ডন থেকে ঢাকায় নামলে ৮০০ পাউন্ড লাগে আর সিলেট নামলে এক হাজার পাউন্ড লাগে যাত্রীদের এমন অভিযোগ গুরুতর। অথচ বিমানের বেশিরভাগ যাত্রী সিলেট নামে। পরে ঢাকা খালি যায় বিমান। এক্ষেত্রে ডোমেস্টিক যাত্রীদের থেকে কম ভাড়া নিলে বিমানের লস কমবে, যাত্রীরা উপকৃত হবেন।

সিলেট থেকে লন্ডনে কার্গো সার্ভিসের বিষয়ে মোমেন বলেন, সিলেট থেকে সরাসরি লন্ডনে কার্গোসার্ভিস চালু হচ্ছে। অবকাঠামোসহ সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন।

 

সর্বশেষ খবর

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র আয়োজনে ১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেছে ১১ বিজিবি। সংবর্ধিত ১৮ শিক্ষার্থী বিজিবি কর্তৃক পরিচালিত নাইক্ষ্যংছড়ি বর্ডার...