বার্তা পরিবেশক:
আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় সমুদ্র নগরী কক্সবাজারে বিশাল আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টাইন সাপোর্টাররা।
সোমবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মতে,বুধবার (২১ ডিসেম্বর) বিকাল তিনটায় শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরি) মাঠে জমায়েত ও পরে মিছিল সহকারে লাবনী পয়েন্টের মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সভায় উপস্থিত ছিলেন দেবাশীষ দাস দেবু, আবু বকর সিদ্দিক খোকন, এহসান আল কুতুবী, ইনজামাম উল হক, জামশেদ উদ্দিন, মুক্তাদিল জয়, অনিক, মোস্তফা কামাল রিফাত, ইমরান, আশেক মোস্তফা রিয়াজ প্রমুখ।
তারা আনন্দ উৎসবে মেসি ভক্তদের সর্বাত্মক উপস্থিতি কমনা করেছেন।