সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ সামনে রেখে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ১৫ বারের কোপা-আমেরিকা কাপ বিজয়ী আর্জেন্টিনাকে শুভ কামনা জানতে “কক্সবাজার আর্জেন্টিনা ফ্যান বেইজ” এর উদ্যোগে আগামী সোমবার ২১/১১/২২ ইং দুপুর ২:০০ টায় মুক্তিযোদ্ধা মাঠ (গোলচত্তর) থেকে বিশাল শুভ যাত্রার আয়োজন করা হয়ছে।
উক্ত শুভ যাত্রায় কক্সবাজার জেলার সকল আর্জেন্টিনা দলের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমন্ত্রণে : ”কক্সবাজার জেলা আর্জেন্টিনা ফ্যান বেইজ”
স্থান :মুক্তিযোদ্ধা মাঠ (গোলচত্তর) সময় :২১/১১/২২ দুপুর ০২ ঘঠিকা