আব্দুর রশিদ মানিক:
“আর্জেন্টিনা আর্জেন্টিনা, মেসি মেসি, শিরায় শিরায় রক্ত, আর্জেন্টিনার ভক্ত” আর্জেন্টাইন সমর্থকদের এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পর্যটন শহর কক্সবাজার। বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ থেকে সমুদ্র সৈকত পর্যন্ত আর্জেন্টাইন সমর্থকদের নীল সাদার শোডাউন অনুষ্ঠিত হয় সোমবার।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে কক্সবাজারের এই মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে গাড়িবহর নিয়ে কয়েক হাজার সমর্থক মিলিত হন বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে।
শোডাউনে মোটর সাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বহরও যুক্ত করা হয়। আর্জেন্টাইন সমর্থকদের এই শোডাউনে মুখরিত হয়ে উঠে পুরো শহর। সবমিলে এক বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সর্বত্র।
আয়োজকেরা বলেন কক্সবাজার থেকে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান দিতেই এমন আয়োজন।
শোডাউনে আসা আর্জেন্টিনার সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, এবারের বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনা জিতে নিবে। কারণ তাদের সব ধরনের সামর্থ্য রয়েছে বিশ্বকাপ জেতার মতো।
এর আগেও কক্সবাজারে জার্মান এবং ব্রাজিল সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।