নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে বেড়াতে এসে স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি করলেন জনপ্রিয় ইউটউবার ও আরজে কিবরিয়া।
বৃহস্পতিবার বিকেলে আর জে কিবরিয়া নিজে কক্সবাজার সদর মডেল থানায় এসে স্ত্রী রাফিয়া নুরের বিরুদ্ধে জিডি করেন।
জানা যায়, কক্সবাজার বেড়াতে এসে কলাতলী হোটেল সায়মন বীচ রিসোর্টের ১০০২ নাম্বার কক্ষে উঠেন।সকালে বাচ্চাদের মারধর করে এবং এক পর্যায়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন আরজে কিবরিয়া।
বাচ্চাদের রক্ষা করতে গেলে আরজে কিবরিয়াকে মারধর করে স্ত্রী। সে সময় তিনি ৯৯৯ এ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরজে কিবরিয়ার গলায়, কাঁধে আঁচড়ের আঘাত দেখতে পায়, পরে পুলিশ বিষয়টির সুরাহা করে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিকেল নাগাদ আর জে কিবরিয়া থানায় এসে জিডি লিপিবদ্ধ করেন। এ বিষয়ে জানতে আরজে কিবরিয়ার মোবাইল নাম্বার এ একাধিকবার কল দেয়া হলেও তিনি কল না উঠালে তার বক্তব্য নেয়া যায়নি। বেশ কিছুদিন ধরে আরজে কিবরিয়ার সাথে স্ত্রী রাফিয়া নুরার মনোমালিন্য চলছে বলে জানা গেছে।