নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে।
উখিয়া বালুখালী ইরানী পাহাড়ের কাছে ১৭ নাম্বার ক্যাম্পে সোমবার ( ৪ এপ্রিল ২০২২) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আধাঘণ্টা পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, উখিয়ার ইরানী পহাড়ের ক্যাম্পে আগুন লাগার খবরে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি দল পৌঁছে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি লার্নিং সেন্টার পুড়ে গেছে।
বালুখালী ক্যাম্পের বাসিন্দা মিয়া হোসেন জানান, ‘বাতাস থাকায় ক্যাম্পে লাগা আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’
সম্প্রতি সময়ে গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা শরণার্থী শিবিরে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে তিন হাজারের বেশি মানুষ ঘর হারান। ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।