নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের করা পুলিশের দুইটি মামলার রায় ঘোষণা হবে আজ। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আলোচিত এই মামলাগুলোর রায় ঘোষণা করবেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, এই ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে এক ইয়াবা কারবারি বন্দি অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
ইতিমধ্যেই পুলিশের হেফাজতে থাকা ১৭ জন আসামীদের আদালতে তোলা হয়েছে। বাকি ৮৪ জন আসামী পলাতক রয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা আসামীদের উপস্থিতিতেই রায়ের কার্যক্রম চলছে।
গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩০ টি দেশীয় অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি৷ এই ঘটনায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে পুলিশ।