স্পোর্টস ডেস্ক:
আজ মরুর বুকে পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। নিয়মতান্ত্রিক চার বছরের ব্যবধানে আবারো শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ।
আজ রবিবার পর্দা উঠবে এই‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ‘-এর। ১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। কাতারের আয়োজক হওয়া নিয়ে যেমন আছে আলোচনা, তেমনি আছে সমালোচনাও। তবে সব কিছু ছাপিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিশ্ব ফুটবলের এই মহারণ।
বছর, মাস, সপ্তাহে এবং দিনের পর আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের অপেক্ষা। তারপরই বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি।যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। কাতারের আল-খোরের আল-বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর মাধ্যমে শুরু হয়ে যাবে মাসব্যাপী বিশ্বকাপের জমজমাট লড়াই।
ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে কাতারেরও এটি প্রথম অংশগ্রহণ। স্বাগতিক হিসেবে কাতার সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বৈচিত্র্য। পেট্রো ডলারের ঝনঝনানিতে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কাতার, ব্যাপকতা আর জাঁকজমকতায় কার্পণ্য রাখছে না মোটেও। সুরের মূর্ছনায় হারিয়ে যাবেন ৬০ হাজার দর্শক। শাকিরা ও কিজ ড্যানিয়েলের ব্যাপারে রহস্য থাকলেও স্থানীয় শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবে কোরিয়ান ব্যান্ড বিটিএস। থিম সং গাইবেন লিও বেবি। তার সঙ্গে নাচবেন মানাল, রেহমা আর নোরা ফাতেহি। থাকছে জমকালো আতশবাজির ঝলকানি।
ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি-পর্তুগাল সহ অংশগ্রহণকারী সব দেশের ভক্তদের গ্যালারিতে কিংবা টেলিভিশন সেটের সামনে বসে থাকার শুরুর দিনে সকলেরই প্রত্যাশা একটি জমজমাট বিশ্বকাপের।