আজ আন্তর্জাতিক যৌনকর্মী দিবস৷ বিশ্বজুড়ে যৌনকর্মীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরির দিন৷
ছবিতে দেখতে পাচ্ছেন সেটি বিশ্বের প্রথম এবং আমার জানামতে এখনও পর্যন্ত যৌনকর্মীদের স্মরণে নির্মিত একমাত্র ভাস্কর্য৷ ব্রোঞ্জ দিয়ে তৈরি এই ভাস্কর্যের নাম ‘বেলে’৷
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের পুরাতন গির্জা চত্ত্বরে এই ভাস্কর্য অবস্থিত৷ নাম শুনেই বুঝতে পাচ্ছেন আশেপাশেই রয়েছে একটি গির্জা৷ আসলে পেছনে যে লাল দরজা দেখতে পাচ্ছেন, সেটিই গির্জার দরজা৷ ঠিক গির্জার প্রবেশমুখেই এই ভাস্কর্য অবস্থিত৷
নেদারল্যান্ডস বিশ্বের অল্প কিছু দেশের একটি যেখানে যৌনপেশা বৈধ এবং নিয়ন্ত্রিত৷ আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্টে কাজ করা যৌনকর্মীদের রীতিমতো লাইসেন্স নিয়ে সরকারকে কর দিয়ে কাজ করতে হয়৷ অন্য সব পেশাজীবীর মতোই তাদেরও সকল ধরনের অধিকার রয়েছে৷
‘বেলে’ ভাস্কর্যের নীচে লেখা রয়েছে, ‘‘বিশ্বের সকল যৌনকর্মীদের সম্মান করুন৷’’
লেখক.. অনুপম দেব কানুনজ্ঞ, সাংবাদিক।