প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বৃহত্তম গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা আজন্ম বিপ্লবী রণেশ দাশগুপ্ত’র ১১১ তম জন্মদিন ১৫ জানুয়ারি৷ দিনটি উপলক্ষে জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করে কক্সবাজার জেলা উদীচী।
রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রণেশ দাশগুপ্ত যে সংগ্রামী জীবন বেছে নিয়েছিলেন, তা কেবলই ত্যাগের। এক মহান আদর্শের পিছনে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে রণেশ দাশগুপ্ত পরের প্রজন্মের জন্য এক আকর্ষণীয় জীবনবোধ রেখে গেছেন।
পরে পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
জেলা উদীচীর সভাপতি কল্যান পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোটন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সত্যপ্রিয় চৌধুরী দোলন, রামু উদীচীর সহসভাপতি অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক সৌরভ দেব, শহর যুব ইউনিয়নের সভাপতি আজিম নিহাদ, ইস্টিশনের স্বত্তাধীকারী অনুরনন সিফাত প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা উদীচী কর্মী ও পাঠ প্রতিযোগিতায় অংসগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।