সানজিদুল আলম সজিব:
২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই সারাদেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপন হতে যাচ্ছে। এর মাধ্যমে সারাদেশ চলে আসবে রেল যোগাযোগের আওতায়। কক্সবাজারের রামুতে নির্মাণাধীন রোড অন্ডারপাস এবং ঈদগাঁহ রাবার ড্যাম সংলগ্ন ১৫৫ নং ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বুধবার এ তথ্য জানান। এসময় তিনি বলেন, কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত কক্সবাজার রেল প্রকল্পের মেয়াদ থাকলেও এর আগেই কাজ শেষ করা হবে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
মো: নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রী এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমান,পদস্থ সরকারি ও রেলওয়ে কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।