মোজাম্মেল হক:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের কর্মসূচি চলছে। আইনজীবিদের নিয়ে অসৌজন্যমূলক আচরণ ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতির বর্তমান পরিষদকে অযোগ্য বলে মন্তব্য করার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
শুধুমাত্র জেলা জজের আদালত বর্জন চলছে জানিয়ে আইনজীবি সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন বলেন, জেলা জজের প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে দেশের সবচেয়ে বেশি মামলা চলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে, তাই বিষয়টির দ্রুত সুরাহা না হলে সাধারণ বিচারপ্রার্থীরা হয়রানি ও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন আইনজীবীরা।
রোববার সকালে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আদালতে আসা সাধারণ বিচারপ্রার্থীরা এজলাসের কার্যক্রম না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে গেছেন। দ্রুত বিষয়টির নিষ্পত্তি চেয়েছেন তারাও।
এ নিয়ে পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।