সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় হাসান বিল্ডিং নামে আইনজীবি’দের জন্য নতুন বহুতল ভবন নির্মিত হচ্ছে।
এ ভবনের ভিত্তি প্রস্তর উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ জানুয়ারি বিকেলে চকরিয়া সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল। এতে প্রধান অতিথি ছিলেন,চকরিয়া-পেকুয়া আসনের সংসদ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
এসময় তিনি বলেন,বসার সুন্দর পরিবেশ থাকলে কাজের মানও বৃদ্ধি পায়।এ ভবন দ্রুত সময়ে বাস্তবায়ন হওয়া প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ জাফর আলম বলেন,আজকে শেখ হাসিনার সরকার আছে বলেই আপনারা এ ভবন পাচ্ছেন,এ ভবনের কাজ নৌকার পালের মতো এগিয়ে যাবে।তাই উন্নয়ন চাইলে এ সরকার বার বার দরকার। সংসদ জাফর আলম বক্তব্যে এ নতুন ভবনের জন্য সরকারি এবং নিজস্ব তাহোবিল থেকে দেড় কোটি টাকা অনুদান দিবেন বলে ঘোষণা করেন।
এতে অন্যআন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার চকরিয়া সদর সার্কেল মো:তৌফিকুল আলম,কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল আনোয়ার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ-
পরে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।এসময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,চকরিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান,
এসময় চকরিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু।এডভোকেট বাবলু মিয়া, এডভোকেট মনিরুল ইসলাম,এডভোকেট উমর ফারুক সহ সিনিয়র আইনজীবি ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।