টিটিএন ডেস্ক:
গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিএসজি। তাকে নাকি পার্ক দেস প্রিন্সেসে চান না কিলিয়ান এমবাপ্পে। ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স তারকা বলেছেন, ‘হয় প্যারিসে আমি নয়তো নেইমার।’ ফলে কোচ ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও নেইমারের পিএসজি ছাড়তে হচ্ছে।
সংবাদ মাধ্যম ফিকাজেস জানিয়েছে, নেইমারকে কম দামে ছেড়ে দেবে পিএসজি। সেটা তাকে কেনা দামের এক চতুর্থাংশ বা মাত্র ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি হলেই চলবে। নেইমার বিশ্বের সবচেয়ে বেশি দামে কেনা ফুটবলার। ২০১৭ সালে তাকে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল বার্সেলোনা থেকে।
একই মৌসুমে এমবাপ্পকে কেনে প্যারিসের ক্লাবটি। তবে নেইমার প্যারিসে বার্সার ফর্ম দেখাতে পারেননি। ফিট থাকলে দলকে হতাশও করেননি। দলের গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরিতে পড়েছেন বেশি। ফলে প্রতি মৌসুমেই তার দলবদলের খবর এসেছে। পিএসজিতে এক মৌসুম খেলার পর বার্সায় ফেরারও জোর গুঞ্জন উঠেছিল। তাকে নেওয়ার লড়াইয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ।
গত মৌসুমেও নেইমারকে বিক্রির গুঞ্জন ওঠে। পিএসজি প্রেসিডেন্ট তাকে বিক্রি করে দেওয়ার ইঙ্গিত করেছিলেন। চেলসি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। এবারও তারা লড়াইয়ে আছে। নিউক্যাসল ইউনাইটেড তার দিকে নজর রাখছে। আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে।
দাম নাগালের মধ্যে হওয়ায় ম্যানচেস্টার সিটিও আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। দাম কম থাকলে বার্সেলোনা, আর্সেনালও লাইনে আসবে।