নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উপলক্ষ্যে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে শ্রমিক নেতা জলি তালুকদার বলেছেন, দেশের অর্থনীতির চাকা যে শ্রমিক ও শ্রমজীবী মানুষ সচল রেখেছেন তারাই সবচেয়ে বঞ্চিত। যাদের শ্রমে ঘামে উন্নয়নের বড়াই করা হচ্ছে তারা সীমাহীন শোষণের নীচে মানবেতর জীবন যাপন করছে।
তিনি বলেন, পৃথিবীর সমস্ত দেশে জাতীয় নূন্যতম মজুরি নির্ধারিত থাকলেও বাংলাদেশে স্বাধীনতার পঞ্চাশ বছরেও কোন নিম্নতম জাতীয় মজুরী ঘোষিত হয়নি।
তিনি অবিলম্বে ২০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরী ঘোষণার দাবি জানান।
আজ বিকাল ৪টায় নুনিয়ারছড়া কর্ণফুলী বরফকল মাঠে মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভার উদ্বোধন করেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনালের সহ সভাপতি জলি তালুকদার।
উদ্বোধনী শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, ইউনিয়নের স্থায়ী উপদেষ্টা মঞ্জুর মঈন, মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান।
কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও শ্রমিক নেতা কল্লোল দে চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কক্সবাজার জেলা শাখার সভাপতি অনিল দত্ত, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মোবারক, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অন্তিক চক্রবর্তী, স্থানীয় সমাজ সেবিকা শামীমা আকতার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দিন।