নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের হ্নীলা থেকে অপহরণ হওয়া আবদুস সালাম নামের আরও এক কৃষক মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি নিজের বাড়িতে ফেরেন বলে জানা গেছে।
আবদুস সালাম হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন অপর তিন কৃষক। তাঁরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আবদুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও ফজলুল করিমের ছেলে আবদুল হাকিম। এ নিয়ে অপহৃত ৪ কৃষক মুক্তিপনের বিনিময়ে বাড়ী ফিরলেন।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, অপহৃত আবদুস সালামের পরিবারের সদস্যরা তাঁর পরিবারে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বাকী বিষয় নিয়ে মুখ খুলছেনা আব্দু সালামের পরিবার এমনটাই জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি।
৭ জানুয়ারি ভোরে হ্নীলার লেচুয়াপ্রাং থেকে চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।