মোজাম্মেল হক :
রবিবার থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত অনিদিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
২৬ নভেম্বর শনিবার কক্সবাজার জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে আয়োজিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আইনজীবিদের নিয়ে অসৌজন্যমূলক আচরণ ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতির বর্তমান পরিষদকে অযোগ্য বলে মন্তব্য করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আইনজীবি সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন।
সভায় সাম্প্রতিক সময়ে ইয়াবা কারবারিদের জামিন নিয়ে নয়ছয়ের অভিযোগ তোলেন সাবেক পাবলিক প্রসিকিউটর মমতাজ আহমেদ।
এ নিয়ে বর্তমান পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।