শাহেদ হোছাইন মুবিনঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে বেশ কয়েকদিন ধরে অস্থিরতা চলছে চাল, ডাল, মুরগি ও ডিমের বাজারে। কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না।
বুধবার ভোক্তাদের স্বার্থ রক্ষায় শহরের বড় বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার।
এসময় নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে ডিম বিক্রির দায়ে বড় বাজারের হোসাইন এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, মেসার্স রহমান ট্রেডার্সকে ৫ হাজার টাকা, একইসাথে অধিক মূল্যে মুরগি বিক্রয়ের দায়ে হোসেন পোল্ট্রীকে ২ হাজার টাকা, আরমান পোল্ট্রিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবারব দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।
অসাধু ব্যবসায়ী দমনে বাজারে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান সাধারণ ভোক্তাদের।